বাসা বাড়িতে আমরা অনেকেই গ্যাস সিলিন্ডার ব্যাবহার করে থাকি। মাঝে মাঝে শোনা যায় যে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মানুষ মারা গেছে। সিলিন্ডার এর মেয়াদ শেষ হবার পরও ব্যবহার করার কারনে এটা হয়। অন্যান্য পণের মতো সিলিন্ডারেরও এক্সপায়ারি ডেট থাকে যেটা আমরা অনেকে বুঝি না। গ্যাস সিলিন্ডারের মেয়াদ চেনার উপায় নিচে আলোচনা করা হল।
মনে রাখবেন মেয়াদ শেষ হওয়া গ্যাসের সিলিন্ডার ঘরে রাখা মানে ঘরে টাইম বোমা রাখা। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। গ্যাস সিলিন্ডারের মেয়াদ দেখার নিয়ম শিখে নিন।
আরও পড়ুন: ফ্রিজের গন্ধ দূর করার উপায়
সিলিন্ডারের গায়ে মার্ক করা কালো রঙে এক্সপায়ারি ডেট লেখা থাকে। সেখানে A, B , C, D সংকেত দিয়ে লেখা থাকে।
A = বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ।
B = পরের তিন মাস যেমন, এপ্রিল, মে এবং জুন। একই ভাবে C, D দ্বারা ক্রমানুসারে বাকি ছয় মাসকে বোঝানো হয়।
এবং সবশেষে বছর বা সালের শেষ দুই ডিজিট থাকে। যেমন C19 যদি থাকে তার অর্থ হল 2019 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসে আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে যাবে।
আরও পড়ুন: খাঁটি মধু পরীক্ষা করার উপায়
তাহলে এখন থেকে সিলিন্ডার কেনার সময় অবশ্যই মেয়াদ বা expire date দেখে কিনবেন।