তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়েছে মশার উপদ্রব। মশা তাড়ানোর গাছ আছে জানেন কি? যেগুলির গন্ধ মশা একদম সহ্য করতে পারে না। মশা দূর করার প্রাকৃতিক উপায় হিসেবে এই গাছ গুলি বাসায় লাগাতে পারেন। তাহলে আপনার বাসায় মশার উপদ্রব কমে যাবে। চলুন জেনে নেওয়া যাক মশা তাড়াতে কোন কোন গাছ লাগাতে হবে বাসায়।
আরও পড়ুন: কাঁঠালের বিচি সংরক্ষণের উপায়
তুলসির নানা স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণের কথা আমরা সবাই জানি। তুলসি গাছ পরিবেশকে বিশুদ্ধ এবং জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকামাকড় দূরে রাখে। তাই বাড়িতে, বারান্দায় টবে তুলসি গাছ লাগান। বাসার পরিবেশ জীবাণুমুক্ত থাকবে।
গাঁদা ফুলের গন্ধে মশা সহ যে কোনো পোকামাকড় এর ধারে কাছে আসে না। এজন্য বাড়ির চারপাশে গাঁদা ফুল গাছ লাগাবেন। মশা, মাছি, পোকামাকড় দূরে থাকবে। পাশাপাশি বাড়ির শোভা বাড়বে।
আরও পড়ুন: মাছের ফরমালিন দূর করার উপায়
রসুন শুধুমাত্র রান্নায় স্বাদ বাড়ায় না, এর আরও অনেক কার্যকারিতা আছে। জানেন কি, বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। বিশ্বাস হল না? তাহলে বাড়িতে টবে হলেও লাগান রসুন গাছ আর ফল বুঝুন হাতেনাতে।
মশা, মাছি লেবু পাতার গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাসায় লাগাতে পারেন লেবু গাছ।