অবশেষে বাবা পরিচালক, ছেলে অভিনেতা! পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ছেলেকে নিয়ে ছবি করছেন। তাঁর পরিচালনায় এবং শিবপ্রসাদ নন্দিতার উইনডোজ়ের প্রযোজনায় খুব শিগগিরই আসছে ‘লক্ষ্মী ছেলে’। মুখ্য ভূমিকায় এবারও থাকছে কৌশিক পুত্র উজান গঙ্গোপাধ্যায়। এটি উজানের দ্বিতীয় ছবি। প্রথম ছবি উইনডোজ প্রোডাকশনের ‘রসগোল্লা’।
আরও পড়ুন: কলকাতার নায়কদের পারিশ্রমিক কত
রসগোল্লা সিনেমার হাত ধরেই টলিউডে প্রবেশ করেছেন করেছেন কৌশক ও চূূর্ণী গঙ্গোপাধ্যায় ছেলে উজান গঙ্গোপাধ্যায়। ‘রসগোল্লা’ সিনেমায় নবীনচন্দ্র দাশের ভূমিকায় উজানের অভিনয়ে বাংলা সিনেমাপ্রেমী দর্শক খুবই মুগ্ধ। এবার বাবার পরিচালনায় ছেলে উজান কতটা ‘লক্ষ্মী ছেলে’ হয় সেটাই দেখার বিষয়।
ছবির পোস্টারের ফার্স্ট লুক